চিকিৎসা নিয়ে আত্মগোপন : অবশেষে দু বোমারু গ্রেফতার

 

দামুড়হুদায় বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরিত বোমার আঘাতে হাত ও পেট ঝলসে বিপত্তি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বোমা তৈরি করতে গিয়ে অসাবধানতাবশত বিস্ফোরিত বোমার আঘাতে দেহ ঝলসানো এলাকার চিহ্নিত চাঁদাবাজচক্রের সদস্য দলকালক্ষ্মীপুরের ইমরানকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক গতকাল রোববার সকালে ৪টি তাজা বোমা উদ্ধারসহ বিকেলে চাঁদাবাজচক্রের আরেক সদস্য কুদ্দুসকেও (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের উভয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। ইমরানকে গতকাল আদালতে সোপর্দ করা হলেও কুদ্দুসকে রাখা হয়েছে থানাহাজতে। চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ। তাকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হতে পারে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের সন্ত্রাসী জনপদ হিসেবে খ্যাত দলকালক্ষ্মীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান গত বৃহস্পতিবার নিজ বাড়িতে বোমা তৈরি করার সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হয়। এতে তার ডান হাত ও পেটের বেশকিছু অংশ ঝলসে যায়। ঘটনার পর আহত ইমরান ভালাইপুরস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে আত্মগোপন করে। বিষয়টি প্রাথমিকভাবে জানাজানি না হলেও দু দিন পর জেনে যায় এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে জানিয়ে দেয় পুলিশকে। ঘটনার দু দিন পর গোপন সংবাদের ভিত্তিতে দলকালক্ষ্মীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজিম উদ্দীন গত শনিবার বিকেলে অভিযান চালান অভিযুক্ত ইমরানের বাড়িতে। আটক করা হয় ইমরানকে। আটকের পর তাকে ওই রাতেই জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুখ খোলে ইমরান। তারইস্বীকারোক্তি মোতাবেক গতকাল রোববার সকালে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামাননের নেতৃত্বে এসআই ফকির আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করেন ৪টি তাজা বোমা। সেই সাথে গতকাল বিকেলে চাঁদাবাজচক্রের আরেক সদস্য দলকালক্ষ্মীপুরের খোকাই মণ্ডলের ছেলে কুদ্দুসকেও গ্রেফতার করে থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফকির আতিকুল ইসলাম জানান, তাদের উভয়ের বিরুদ্ধেই বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ইমরানকে গতকাল আদালতে সোপর্দ করা হলেও জিজ্ঞাসাবাদের জন্য কুদ্দুসকে রাখা হয়েছে থানাহাজতে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তাকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হতে পারে।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান জানান, আটক ইমরান ও কুদ্দস এলাকার চাঁদাবাজচক্রের সক্রিয় সদস্য। তাদের পেছনের গডফাদারদের নাম ঠিকানা পাওয়া গেছে। অচিরেই তাদের গ্রেফতার করবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।