মাথাবাঙ্গা মনিটর: সে এক সময় গেছে রোনালদিনহোর। জিতেছিলেন টানা দুবার ফিফা বর্ষসেরাপুরস্কার। সেই রোনালদিনহো আর এখনকার রোনালদিনহোর মধ্যে অনেক পার্থক্য।খেলোয়াড়ি জীবনে দল বদলিয়ছেন ছয়বার। পিএসজি,বার্সেলোনা,এসিমিলান বিশ্বের সেরা সেরা সব ক্লাব ঘুরে ব্রাজিলিয়ান প্লে-মেকারের আপাততঠিকানা মেক্সিকোর ক্লাব কুইয়েরেতারো।
নতুন ক্লাবের সাথে ২ বছরেরচুক্তি হয়েছে রোনালদিনহোর। গত জুলাইয়ে সম্পর্ক চুকেবুকে গিয়েছে দেশেরক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর সাথে। টুইটারে রোনালদিনহো লিখেছেন, এখানে আমিসবসময় অন্য রকম ভালোবাসা পেয়েছি। এ কারণে মেক্সিকো বেছে নিয়েছি।কুয়েরেতারোকে প্রতিনিধিত্ব করতে ভীষণ অনুপ্রাণিত হয়েছি।