জীবননগর ব্যুরো: জীবননগরে চেক জালিয়াতি মামলায় এক সারব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জীবননগরে অবস্থিত মেসার্স খাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসিবুর রহমানকে (২৮) গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্র জানায়, জীবননগর উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের খাজা আহাম্মদের ছেলে সারব্যবসায়ী হাসিবুর রহমান প্রায় ৩/৪ বছর পূর্বে একটি কীটনাশক কোম্পানির পরিবেশক ছিলেন। ওই কোম্পানির টাকা দিতে ব্যর্থ হলে তিনি ব্যাংক অ্যাকাউন্টের চেক প্রদান করেন। চেকেরও টাকা উত্তোলন না হলে ওই কীটনাশক কোম্পানি তার নামে আদালতে চেক জালিয়াতি মামলা দায়ের করে। মামলায় আদালত হাসিবুরের নামে ওয়ারেন্ট ইস্যু করেন। জীবননগর থানার এএসআই আশরাফ অভিযান চালিয়ে সারব্যবসায়ী হাসিবুরকে গ্রেফতার করেন। গতকালই তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।