স্টাফ রিপোর্টার: দু গাঁজা বিক্রেতা চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জের আশরাফুল ইসলাম ও দিগড়ি গ্রামের আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গতকাল পৃথক স্থান থেকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
ডিবি পুলিশসূত্রে জানা গেছে, কেদারগঞ্জ মৃত হযরত শেখের ছেলে আশরাফুল ইসলাম (৩৯) এলাকার চিহ্নিত গাঁজা বিক্রেতা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এলাকার ফিরোজ রোডে ফেরি করে গাঁজা বিক্রি করছিলেন তিনি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই খালিদ ও এসআই ইব্রাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে আশরাফুলকে ১৩২ পুরিয়া গাঁজাসহ আটক করে থানায় সোপর্দ করা হয়।
এছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ি গ্রামের লতিফ দেওয়ানের ছেলে গাঁজা ব্যবসায়ী আব্দুল কাদের সাতগাড়ি মোড়ে গাঁজা নিয়ে অবস্থান করছিলেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল খায়ের গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে আবুল খায়ের জানান।