বিগত জোট সরকার এ এলাকার কোনো উন্নয়ন করেনি :লোপাট করেছে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর ও হাঁপানিয়া গ্রামের ১৭৬টি বাড়িরবিদ্যুত সংযোগ লাইনের উদ্বোধন করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে সুইচটিপে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। রুইতনপুর মল্লিকপাড়ায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। আব্দুল মালেকের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম আলী হোসেন, জজকোর্টের নবনিযুক্ত পিপি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহা. শামসুজ্জোহা, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির চেয়ারম্যান আকরামুল হক বিশ্বাস, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির এক্সচেন্স আব্দুল হামিদ ও চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, বিগত জোট সরকার এ এলাকার কোনো উন্নয়ন করেনি। উন্নয়নের নামে তারা লোপাট করেছে। পর্যায়ক্রমে আমরা এলাকার উন্নয়ন করে যাচ্ছি। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। বিএনপির সময় শুধু খাম্বার নামে টেন্ডার হয়েছে কিন্তু কোনো বিদ্যুত উৎপাদন করেনি। বিদ্যুত যাতে দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছায় এজন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে। হাঁপানিয়া গ্রামের ৮৩ ও রুইতনপুর গ্রামে ৯৩ বাড়িতে আবাসিক লাইনের সংযোগ দেয়া হয়। নির্মিত লাইন ১.৩৬৭ কিলোমিটার। এ লাইনের বিদ্যুত খাতে মোট ব্যয় হয়েছে ৩২ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দিন মোল্লা, আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির সহসভাপতি রেজাউল করিম, সচিব হায়দার আলী, কোষাধ্যক্ষ আহসানুল হক, পরিচালক খাজা মইনুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মোজাম্মেল হক।