আমঝুপি প্রতিনিধি: আমঝুপি ইউনিয়নের হিজুলী ফুটবল টুনামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় হিজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে হিজুলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. রবিউল হক। প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মশিউর রহমান ডাবলু। ওই ফুটবল লিগে এলাকার ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করছে। খেলার প্রথম দিনে হিজুলী একাদশ৩-০ গোলে দরবেশপুর একাদশকে পরাজিত করে। পরবর্তীতে বিজয়ী প্রথম ও রানারআপ দলকে ছাগল ও ভেড়া দিয়ে পুরস্কৃত করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।