অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এসব কর্মসূচি পালন করা হয়।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেনসহ ৪ জন শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। তারা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর মহাসড়কের দু পাশে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। সে সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন কর্মসূচি চলাকালে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি সাগর আহম্মেদ, সাধারণ সম্পাদক খায়রুল বাশার ও ছাত্রনেতা সম্রাট হোসেনসহ অনেকে বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, ইনস্টিটিউট অধ্যক্ষ মুনির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের মাধ্যমে দুর্নীতি করে আসছে। ছাত্রদের কাছ থেকে প্রতি সেমিস্টারে অবৈধভাবে ১ হাজার ২শ টাকা করে নেয়া হয়। আর দাবিকৃত টাকা না দিলে তাদেরকে ফেল করিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এ ছাড়াও জাতীয় ও বিভিন্ন অনুষ্ঠানাদি না করে খরচ দেখানো হয়। ঠিকমতো ক্লাস নেয়া হয় না। তারা অধ্যক্ষসহ চার সহযোগী শিক্ষকের অপসারণ দাবি করে। এ ব্যাপারে অধ্যক্ষের বক্তব্য নিতে গেলে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়।