স্পেনের বিপক্ষে জয় পেলো ফ্রান্স

 

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিকপ্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। ম্যাচের ৭৩মিনিটে ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন লোইক রেমি।বিশ্বকাপের পরএই প্রথম কোনো প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে নামলো স্পেন। বিশ্বকাপের পরজাভি হার্নেদাস,জাভি আলোনসো ও ডেভিড ভিয়ারা অবসর নিলে তাদের ছাড়াই মাঠেনামতে হয় স্পানিশদের। তবে মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে জাভিদের মতো অভিজ্ঞফুটবলারদের অভাব হারেহারে টের পেয়েছেন কোচ দেল বস্ক।

গত বৃহস্পতিবারপ্যারিসে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকেস্বাগতিক ফ্রান্স। প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের সুযোগও সৃষ্টি করেফরাসিরা। কিন্তু প্রথম গোল পেতে অনেক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাদের।প্রথমার্ধেরনবম মিনিটেই করিম বেনজেমাকে গোল বঞ্চিত করেন স্পেনের গোলরক্ষক ডেভিড ডেভিয়া। এরপর বিরতিতে যাওয়ার কিছু আগে রিয়াল ফরোয়ার্ডকে আবারো হতাশ করেনম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ভিয়া। এর আগে পল পগবার একটি জোড়ালো শটওরুখে দেন ক্যাসিয়াসের পরিবর্তে মাঠে নামা এই গোলরক্ষক।

তবে বিরতিরপর দলকে আর বাঁচাতে পারেননি তিনি। ম্যাচের ৭৩ মিনিটে দলীয় প্রচেষ্টায়একমাত্র গোলটি আদায় করে নেয় ফরাসিরা। পল পগবার বাড়ানো বল দারুণ দক্ষতায়রিসিভ করে রেমির উদ্দেশে পাস দেন ম্যাথিউ ভালবুয়েনা। এরপর বক্সের ভেতরেদাড়িয়ে থাকা বল জালে পাঠাতে বিন্দু মাত্র ভুলও করেননি। এরপর নির্ধারিত সময়েআর কোন গোল না হওয়াতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।