মাথাভাঙ্গা মনিটর: চিকিৎসা নিতে আসা এক রোগীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে শ্রীলঙ্কার এক চিকিৎসককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।২০০৭ সালে ডা. ইন্দিকা সুদর্শনা বালাগে ২৩ বছর বয়সী চামিলাদিশানায়াকে নামে তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে এক হাসপাতালে ধর্ষণ ওহত্যা করেন।হাসপাতালটির অবস্থান কলম্বোর কাছে নেগোম্বো শহরে।ওই নারীকে ৭ তলার ওপর থেকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়ার আগে ডা. বালাগে তাকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযুক্ত হয়েছেন।শ্রীলঙ্কায় শ শ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী রয়েছেন। দেশটিতে ১৯৭৬ সালে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।চামিলা অস্ত্রোপচারের জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন।হাসপাতালের একজন দারোয়ান আদালতে জানিয়েছেন, তিনি ডা. বালাগেকে একটি দেহ ৭ তলায় টেনে তুলতে দেখেছেন।চামিলার পরিবার এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।