যশোর বেনাপোল সীমান্ত থেকে নিটিং মেশিন উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:যশোরের বেনাপোল সীমান্ত থেকে শুক্রবার কোটি টাকা মূল্যের ১৬টি নিটিং ও দুটি রিং মেশিন উদ্ধার করেছে বিজিবি।এগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিলো বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।যশোর-২৬বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে বেনাপোলের বড় আচড়া সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে এসব যন্ত্রাংশউদ্ধার করা হয়।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক যায় যায়নি।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, একটি চক্র বিপুল পরিমাণনিটিং ও রিংকিং মেশিন ভারতে পাচার করার জন্য ঢাকা থেকে এনে বড় আচড়াসীমান্তেরএকটি বাড়িতে রেখেছে বলে গোপন খবর পায় বিজিবি।এরপরবেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার রফিকের নেতৃত্বে বিজিবির টহলদল বড়আচড়া সীমান্তের জাহিদুলের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি করে চীনেতৈরি ১৬টি নিটিং (পাওয়ার লুম) মেশিন ও ২টি রিং মেশিন পাওয়া যায়।উদ্ধার করা এসব যন্ত্রাংশের বাজার মূল্য এক কোটি টাকা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর।এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।