স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,খুব শিগগির পদ্মা সেতুরমাটি পরীক্ষার কাজ শুরু হবে। ইতোমধ্যে চায়না থেকে সেতু নির্মাণেরযন্ত্রপাতির প্রথম শিপমেন্ট চট্রগ্রামে এসে পৌঁছেছে। আগামী ১৫ সেপ্টেম্বরেরমধ্যে যন্ত্রপাতির দ্বিতীয় শিপমেন্ট এসে পৌঁছবে। নদী শাসনের জন্য নিম্নদরদাতা হিসেবে চীনের সিনোহাইড্রো ও কোরিয়ার হুন্দাই দুটি কোম্পানিরসুপারিশ পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য দু দিনেরমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ক্রয় কমিটিতে পাঠানো হবে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন,পদ্মা সেতুর দুটি প্রধান বিষয় হচ্ছে- মূল সেতু ও নদী শাসন।ইতোমধ্যে সেতুর কাজ শুরু হয়ে গেছে। গত ৪ আগস্ট নদী শাসনের জন্য ট্যাকনিকেলঅ্যাভুয়েশন কমিটি ও বিশ্বব্যাংক মনোনিত মনসুর অ্যাইম চায়না সিনো হাইড্রোকরপোরেশন ও কোরিয়ার হুন্দাই কোম্পানিকে যাচাই বাছাইয়ের পর মনোনীত করে কাজেরজন্য সুপারিশ করেছে। সিনোহাইড্রো নদী শাসন কাজের জন্য ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখটাকার প্রস্তার করেছে। যা সরকারের বাজেট থেকে ১০ ভাগ কম। অপরদিকে হুন্দাইকোম্পানি ১২ হাজার ১২২ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাব দিয়েছে। সরকারি বাজেট থেকে এটাপ্রায় ২০ ভাগ কম। দুটি প্রস্তাবই আগামী দু দিনের মধ্যে অর্থমন্ত্রণালয়ের ক্রয় কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাইয়ের পরপ্রধানমন্ত্রীর কাছে চূড়ান্ত অনুমোদন যারা পাবেন তাদের সাথে চুক্তি হওয়ারপরই নদী শাসনের কাজ শুরু হবে। এছাড়া অপর কোম্পানি জান্ডিলেনকে ইতোমধ্যেযোগ্যতার অভাবে বাদ দেয়া হয়েছে।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন সড়ক পরিবহনও সেতু বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মো. আফতাব উদ্দিনখান,নদী শাসনে নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম,মুন্সীগঞ্জের নির্বাহীপ্রকৌশলী নুরুল হক,পদ্মা সেতু কাজের তত্ত্বাবধানে থাকা সেনা কর্মকর্তাসহসংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মন্ত্রী ধসেপড়া টঙ্গীবাড়ি বেইলি ব্রিজেরসংস্কার কাজ পরিদর্শন করেন।