স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার জীবননগর শহরে ছাত্রলীগ নেতাকে ছাত্রদল নেতার মোবাইলফোনথেকে হুমকি দেয়াকে কেন্দ্র করে ১০ যুবদল-ছাত্রদল নেতা-কর্মীর বিরুদ্ধেমামলা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানবাদী হয়ে জীবননগর থানায় মামলাটি করেন। মামলার পর থেকে গ্রেফতার আতঙ্কেযুবদল-ছাত্রদল নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন।
পুলিশ জানায়,জীবননগরডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানকে প্রিন্স নামের একছাত্রদল নেতা কয়েক দিন আগে থেকে মোবাইলফোনে হুমকি দিয়ে আসছিলেন।হুমকিদাতা প্রথম দিকে তার পরিচয় গোপন রাখলেও পরে তা প্রকাশ হয়ে যায়। এঘটনার জের ধরে গত মঙ্গলবার দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়েসংঘর্ষের সৃষ্টি হয়।বিষয়টি দুপক্ষের নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়েপড়লে তারা সংগঠিত হয়ে হামলা-পাল্টা হামলা শুরু করে। এ সময় উভয়পক্ষের অন্তত১০ নেতা-কর্মী আহত হন।তাদের মধ্যে মারাত্মক আহত হন ছাত্রলীগ নেতামেহেদী হাসান,মিসকাত ও যুবদল নেতা মনিরুজ্জামান মনির। জীবননগর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ছাত্রলীগ ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায়যুবদল-ছাত্রদলের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামিদেরগ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।