মাথাভাঙ্গা মনিটর: গ্রামকে অপদেবতার হাত থেকে বাঁচাতে একটি কুকুরকে বিয়ে করেছে মাঙ্গলি মুন্ডানামে ভারতীয় এক তরুণী। কুকুরটির নাম ‘শেরু’। ঝাড়খণ্ড প্রদেশের প্রত্যন্তএক গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসী জানিয়েছেয়,গ্রামকে অপদেবতারহাত থেকে বাঁচাতেই নাকি এই উদ্যোগ। গ্রামের বয়স্করা মাঙ্গলির হাত দেখেজানান,কোনো পুরুষের সাথে তার বিয়ে হলে তা নাকি মুন্ডা পরিবার ওসম্প্রদায়ের ধ্বংস ডেকে আনবে। আর গ্রামের ওপর থেকে দুর্ভাগ্যের ছায়া কাটাতেসহজেই এই বিয়েকে মেনে নিয়েছে মাঙ্গলি।বিয়ের পর মাঙ্গলিরবক্তব্য,‘আমি মোটেও বিয়ে করে খুশি নই। কিন্তু গ্রামের মানুষের ও আমারকপালের কথা ভেবে আমাকে এই বিয়ে করতে হলো। এই বিয়ের পর আমি একজন পুরুষকেবিয়ে করতে চাই,যার সাথে আমি অনেকদিন কাটাতে পারবো।’বিয়েতেনিমন্ত্রিতের সংখ্যা ছিলো ৭০ জনেরও বেশি। মাঙ্গলির মা সীমা দেবী জানিয়েছেন,কুকুর হলে কী হবে,শেরুর সঙ্গে তার মেয়ের বিয়েতে কোনো ফাঁক রাখা হয়নি।তবে গ্রামবাসী আরো জানান,এই বিয়ের পর মাঙ্গলি আবার একটি বিয়ে করতে পারবে।এতে কোনো সমস্যা হবে না। কুকুরটিকে ডিভোর্স করে পরে এক পুরুষকে বিয়ে করতেপারবে মাঙ্গলি।