আলমডাঙ্গা কুমারী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে। তাই গতকাল আলমডাঙ্গা কুমারী চাষি ক্লাবের আয়োজন ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমারী চাষি ক্লাবের সভাপতি সাজেদুল ইসলাম মনিরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধাহেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবর রহমান, কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল, সম্পাদক আসাদুজ্জামান টুটুল, খেলা পরিচালনা কমিটির সভাপতি আবু সাঈদ পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম, সাইফুল, সিজার, মেহেদি, কালাম, মারফত, জনি, লিপন , জান্নাত প্রমুখ। উদ্বোধনী খেলায় সূর্যতরুণ ক্লাব ও দৌলতখালী একাদশ অংশগ্রহণ করেন। দৌলতখালী একাদশকে ১-০ গোলে হারিয়ে সূর্যতরুণ ক্লাব বিজয়ী লাভ করে।