৬ টিভি উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার: নূরুলইসলাম ফারুকী হত্যার ঘটনায় ইসলামী ছাত্র সেনার এক নেতা আদালতে ছয় টিভিউপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, যাতে দণ্ডবিধি অনুযায়ী হত্যাসহকয়েকটি অভিযোগ যুক্ত করার আবেদন জানানো হয়েছে। ইসলামী ফ্রন্টের সহযোগীসংগঠন ছাত্র সেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারগতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগ দায়ের করেন।

ফারুকী হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানায় তার ছেলের দায়ের করা মামলার সাথেএ অভিযোগ, আসামির নাম ও সংশ্লিষ্ট ধারাটি যুক্ত করার আবেদন জানিয়েছেনতুষার।
তিনি যে ছয়জনকে আসামি করার কথা বলেছেন, তারা হলেন-এনটিভি ও এটিএন বাংলারইসলামী অনুষ্ঠানের আলোচক জামায়াতের রুকন তারেক মনোয়ার ও নরসিংদী জামায়াতেরসাবেক আমির কামাল উদ্দিন জাফরী; দিগন্ত ও পিস টিভির ইসলামী অনুষ্ঠানেরআলোচক কাজী ইব্রাহিম; এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপকআরাকানুল্লাহ হারুনী; আরটিভি ও রেডিও টুডের উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বকশিএবং বাংলাভিশনের কোরআনের আলোঅনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ। এ ছয়জনকেফারুকী হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে তুষারেরআর্জিতে।

মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তার আবেদন শুনে বিষয়টি আদেশের অপেক্ষায়রেখেছেন। তবে শুনানিতে তিনি বলেছেন, একই ঘটনায় নতুন করে মামলা নেয়ার সুযোগফৌজদারি দণ্ডবিধিতে নেই। আগের মামলার বাদীকেই আদালতে এসে এ বিষয়ে আবেদন করতেহবে।

২৭ আগস্ট রাতে ঢাকার রাজাবাজারের বাসায় পরিবারের সদস্যদের বেঁধে ইসলামীফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য নূরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেদুর্বৃত্তরা।আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা ফারুকী চ্যানেল আইয়ে কাফেলাওশান্তির পথেনামে দুটি ইসলামী অনুষ্ঠানও উপস্থাপনা করতেন।হত্যাকাণ্ডের রাতেই তার ছোট ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় ফৌজদারিকার্যবিধির ৩৯৬ ধারায় একটি মামলা করেন, যাতে ডাকাতি ও হত্যার কথা বলা হয়।গত বুধবার পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের মেজ ছেলে আহমদরেজা ফারুকী ওই মামলায় বাবার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় দণ্ডবিধির৩০২ ও ৩৪ ধারাও যুক্ত করার অনুরোধ জানান। কার্যবিধির ৩০২ ধারার ব্যাখ্যায়হত্যার কথা বলা হয়েছে; আর ৩৪ ধারায় বলা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে একইউদ্দেশে অপরাধ সংগঠনের কথা। ছাত্র সেনা নেতা তুষারও আদালতে করা আবেদনে ওইদুটি ধারা যোগ করার অনুরোধ জানিয়েছেন। এর সাথে তিনি ১০৯ ও ১২০ ধারাওএজাহারে যোগ করতে বলেছেন, যাতে প্ররোচণা ও আলামত গোপনের সাথে সংশ্লিষ্ট।

এসব ধারা যুক্ত করে ছয় আসামির বিরুদ্ধে করা অভিযোগটি ফয়সালের মামলার সাথেযুক্ত করার জন্য শেরেবাংলা থানার ওসিকে নির্দেশ দেয়ার জন্য আদালতের কাছেআদেশ চেয়েছেন তুষার।