মেহেরপুর জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদিত: সভাপতি রূপক সাধারণ সম্পাদক লিজন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের ১২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে সাফুয়ান আহমেদ রূপক এবং সাধারণ সম্পাদক হিসেবে বারিকুল ইসলাম লিজন পুনঃমনোনীত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ওই কমিটি অনুমোদন করেছেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। তিনি ঢাকা থেকে মেহেরপুর শহরের উপকণ্ঠে এসে পৌঁছুলে শহর ছাত্রলীগের উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তাকে মোটরসাইকেল শোভাযাত্রা করে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে নেয়া হয়। সেখানে শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সদর থানা ছাত্রলীগের সহসভাপতি রিঙ্কু, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল, মুজিবনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ প্রমুখ।

Leave a comment