আলমডাঙ্গা হারদীর গাজা সম্রাট আফতাব গাজা গাছসহ আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হারদী গ্রামের মোহনপাড়ায় অভিযান চালিয়ে পানবরজ থেকে ৬টি গাজাগাছসহ১জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হারদী গ্রামের আফতাবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আলমডাঙ্গা থানায় আফতাবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

জানা গেছে,আলমডাঙ্গার হারদী মোহনপাড়ার আব্দুস সাত্তারের ছেলে মাদকসম্রাট গাজাচাষি আফতাব আলীকে (২৭) তার পানবরজে গাজা চাষ করে বলে পুলিশ গোপনে সংবাদ পায়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আনিস ও এএসআই রাশেদ গতকাল সন্ধ্যায় আফতাবের বাড়িতে গিয়ে তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, সে তার পানবরজে গাজার চাষ করে। তাকে সাথে নিয়ে তার পানবরজ থেকে ৬টি গাজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।