মেসির জাতীয় দল ছাড়ার গুঞ্জনে তোলপাড়

মাথাভাঙ্গা মনিটর: গতকাল রাতে ডুসেলডর্ফে জার্মানির বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই নামতে হবেআর্জেন্টিনাকে,নতুন কোনো খবর নয়। গত রোববার ভিয়ারিয়ালের সাথেবার্সেলোনার ম্যাচে চোট পাওয়ার কারণে মেসি খেলছেন না এ ম্যাচে। বিষয়টিএখানেই সীমাবদ্ধ থাকতে পারত। কিন্তু গুঞ্জনের ডালপালা জন্মেছে অন্য কারণে।আর্জেন্টিনার সংবাদমাধ্যমে কদিন ধরেই গুঞ্জন, মেসি নাকি ছেড়ে দেবেন জাতীয়দলই! জাতীয় দলে মেসির আত্মনিবেদন কম- এমন অভিযোগে তিতিবিরক্তআর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে দলের পক্ষে সর্বোচ্চ ৪ গোল করেওসমালোচকদের মুখ বন্ধ করা যায়নি। জার্মানির বিপক্ষে ‘প্রতিশোধে’র ম্যাচেমেসি না খেলায় আবারও সরব নিন্দুকেরা। এবার গুজব উঠেছেজাতীয় দলই ছেড়েদেবেন মেসি! অবশ্য আর্জেন্টিনা ফরোয়ার্ডের পক্ষে দাঁড়িয়ে গেছেন অনেকেই।বড়প্রতিবাদ এসেছে মেসির বাবা হোর্হে মেসির কাছে থেকেই।

বললেন, লিওনেলজাতীয় দল ছাড়ছে না। এগুলোর সংবাদমাধ্যমের সৃষ্টি। আদতে এর কোনো ভিত্তিনেই।বহুদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু হাভিয়ের মাচেরানোও আর্জেন্টিনাঅধিনায়কের বাবার সাথে একমত। বললেন, জাতীয় দলের প্রতি লিওর নিবেদন অন্যযে কারও চেয়ে বেশি। আর্জেন্টিনার জার্সিতে সে সব সময়ই নিবেদিত। দেশের হয়খেলার যে অনির্বচনীয় অনুভূতি,সেটি সবসময়ই তার খেলার মধ্যে প্রকাশপেয়েছে। সে জাতীয় দল ছাড়বে, এমনটা ভাবা স্রেফ বাতুলতা।