তদারকি ও উপদেশ ব্যয় ৩শ কোটি টাকা

 

স্টাফ রিপোর্টার: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাননিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরিকমিশন (ইউজিসি)। এই কর্মসূচির মূল লক্ষ্য উচ্চ শিক্ষার মানোন্নয়নে যথাযথতদারকি ও উপদেশ নিশ্চিত করা। এজন্য ব্যয় ধরা হয়েছে ৩০০ টাকা।

‘উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পে’র অধীনে একটি ইউনিট এই কর্মসূচিবাস্তবায়ন করছে। এই ইউনিটের নাম দেয়া হয়েছে ‘কোয়ালিটি অ্যাশিওরেন্স ইউনিট (কিউএই)’। ইতোমধ্যে ইউনিটের প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন জগন্নাথবিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মেজবাহউদ্দিন আহমেদ।

গতকাল বুধবার তিনি বলেন, এইইউনিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো দেখা, মনিটরিং করা এবং উপদেশ দেয়া হবে।এই ইউনিটের জন্য ব্যয় হবে তিনশ’ কোটি টাকা। এই কাজের জন্য প্রয়োজনীয় ব্যয়বাবদ ৭৬টি বিশ্ববিদ্যালয়কে দেয়া হবে ১৮২ কোটি ৭২ লাখ টাকা। ইতোমধ্যে এসববিশ্ববিদ্যালয় চিহ্নিত করা হয়েছে। মান বৃদ্ধির জন্য কারো ওপর কোননির্দেশনা চাপিয়ে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়গুলোর মনিটরিং শেষে তথ্য নিয়েভালো করার জন্য বিভিন্ন উপদেশ দেয়া হবে। এই উপদেশ মেনে চললেইবিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের মান বাড়াতে পারবে বলে আশা করছেন তিনি।

অতিদ্রুত অ্যাক্রেডিটেশন কাউন্সিল হবে জানিয়ে মেজবাহউদ্দিন আহমেদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে ভালো করার জন্য পরামর্শ উপদেশ দেব। কিন্তু এইপরামর্শ উপদেশ আমলে নিলে ভালো, না নিলে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাধ্যমেএই বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাক্রিডেট করা হবে না। সার্টিফিকেট কোথাওস্বীকৃতি পাবে না। কোনো প্রতিষ্ঠানে গিয়ে এই বিশ্ববিদ্যালয় থেকেডিগ্রিধারীরা চাকরি পাবে না। ফলে শিক্ষার্থীরও এই সব বিশ্ববিদ্যালয়গুলোতেভর্তি হবে না। এ কারণে সবাইকে স্ব-উদ্যোগে মান নিশ্চিত করতে হবে।

এদিকে আলোচ্য কর্মসূচির জন্য ইউজিসির ২০১২ সালের বার্ষিক প্রতিবেদন থেকেতথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করা হয়েছে। তিন বছরে ৭৬টিবিশ্ববিদ্যালয়কে এই ইউনিটের মাধ্যমে সহযোগিতা দেয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোরমধ্যে ২৮টি সরকারি এবং ৪৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সরকারিবিশ্ববিদ্যালয়ের অন্যতম ঢাকা, জাহাঙ্গীরনগর এবং বেসরকারিবিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের আওতায় নেয়াহয়েছে।

প্রথম বছরে ২০০ পূর্ণকালীন শিক্ষক রয়েছেন এমন সরকারি১১টি এবং বেসরকারি ১০টি, দ্বিতীয় বছরে ১০০ জন থেকে ২০০ জন পূর্ণকালীনশিক্ষক রয়েছে এমন সরকারি ৬টি এবং বেসরকারি ২১টি এবং তৃতীয় বছরে ১০০ জনেরনিচে শিক্ষক রয়েছেন এমন ১১টি সরকারি ও ১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এইইউনিটের মাধ্যমে মানোন্নয়ন নিশ্চিত করা হবে। মেজবাহউদ্দিন আহমেদ বলেন, একটিছকে তথ্য চেয়ে ৭৬টি বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোযাতে ভুল তথ্য না দিতে পারে সে কারণে আন্তর্জাতিক মান অনুযায়ী ছক তৈরি করাহয়েছে। ফলে কেউ ভুল তথ্য দিলেও তা ধরা পড়বে। পরে ওই সব তথ্য যাচাই করেবিশ্ববিদ্যালয়ের কোথায় কী ঘাটতি রয়েছে তা খুঁজে বের করা হবে। ঘাটতি পূরণেরলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। এইকমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ সদস্য হিসাবে থাকবেন।বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিত করার জন্য কোথায় কী ঘাটতি রয়েছে তাবিশ্ববিদ্যালয়গুলো উচ্চতর এই কমিটির কাছে তুলে ধরবে যাতে এই কমিটি কার্যকরব্যবস্থা নিতে পারে। এছাড়া প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি মান নিশ্চিতকরণ সেলথাকবে। এই সেলের ব্যয় কোয়ালিটি অ্যাশিওরেন্স ইউনিট থেকে দেয়া হবে।

সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারিবিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মান ভালো-এইবিশ্ববিদ্যালয়গুলোর জন্য কোনো উপদেশ প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবেইউনিট প্রধান বলেন, ওই বিশ্ববিদ্যালয়গুলো মান নিশ্চিত করার লক্ষ্যে কোনপদ্ধতি চলমান রেখেছে, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কি না তা দেখতে হবে।

বর্তমানে দেশে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধে ১২টিবিশ্ববিদ্যালয়ের রয়েছে একাধিক শাখা ক্যাম্পাস, আদালতের স্থগিতাদেশ নিয়েচলছে ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নেই।নামমাত্র শিক্ষক নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ। এইবিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিশ্চিত করার জন্য তালিকাভুক্তি করা হয়নি।এর কারণ হিসাবে ইউনিট প্রধান বলেন, যে বিশ্ববিদ্যালয় নিয়ে ঝামেলা আছেসেগুলো বিবেচনায় আনা হয়নি।