ডা.জোবাইদাকে বরখাস্তের ক্ষেত্রে কোনো বিধান অনুসরণ করা হয়নি

 

স্টাফ রিপোর্টার: বিএনপিরসিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদাকে চাকরি থেকেবরখাস্ত করার নিন্দা জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।ডা.জোবাইদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সরকারি কর্মকর্তাকে চাকরি হতে বরখাস্ত করারপূর্বে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমে কেন তাকে বরখাস্তকরা হবে না তা জানতে চেয়ে একটি নোটিশ প্রদান করতে হয়। তিনি নোটিশের জবাবপ্রদান করলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয় এবং পরবর্তী কার্যক্রমগ্রহণ করা হয়। যদি সে প্রথম নোটিশের জবাব নাও দেয় তবুও তাকে অব্যাহতিপ্রদানের পূর্বে ২য় বার নোটিশ প্রদান করতে হয়। সরকারি কর্মকর্তা ২য় নোটিশেরজবাব দিলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। যদি তিনি ২য় নোটিশেরজবাব না দেন তবে তাকে অব্যাহতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হয়। যদি উক্তসরকারি কর্মকর্তা বিদেশে অবস্থান করেন তবে দূতাবাসের মাধ্যমে তাকে নোটিশপ্রদান করতে হয়। তার ক্ষেত্রে এর কোনো বিধানই অনুসরণ করা হয়নি। সেদিনজোবাইদার বরখাস্তের খবরটি হাসতে হাসতে দিচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তার কথাশোনার পরে সংসদে অনেককেই হাততালি দিতে দেখা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরি হতে কোনো সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করা হলে তা সংসদে কোনোমন্ত্রী উপস্থাপন করেন না। শুধুমাত্র ডা. জুবাইদা  রহমানের ক্ষেত্রে তা করাহয়েছে। দেশ-বিদেশে তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এ কাজ করাহয়েছে।উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত সোমবার জাতীয়সংসদে জানান, আইন সবার জন্যই সমান। আমরা ব্যবস্থা নিয়েছি, জোবাইদা রহমানকেবরখাস্ত করে দেয়া হয়েছে।