স্টাফ রিপোর্টার: ঝাঁপান অনুষ্ঠানে সাপ খেলা দেখাতে গিয়ে সর্পদংশনের শিকার হয়েছেন এলাকার নামকরা সাপুড়ে চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের খলিল শেখ। শুম্ভনগর গ্রামে ঝাঁপান খেলা দেখাতে গিয়ে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে তিনি সর্পদংশনের শিকার হন। তাকে ওঁঝারা ঝাঁড়ফুঁক দেয়ার পর অবস্থা বেগতিক হলে পাঠানো হয় হাসপাতালে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পূর্বপাড়ার মৃত শহর আলীর ছেলে আব্দুল খলিল শেখ (৫০) এলাকার নামকরা সাপুড়ে। তিনি গতকাল বুধবার সাপখেলার ঝাঁপান অনুষ্ঠানে যান একই ইউনিয়নের শুম্ভনগর গ্রামে। সেখানে সকাল থেকেই সাপ খেলা দেখান তিনি। প্রতিযোগিতায় তার দল প্রথম স্থান অধিকার করে। পরে একটি বিষধর সাপ তাকে দংশন করে। প্রথমে অন্যান্য সাপুড়ে তাকে ঝাঁড়ফুক করেন এবং গাছড়া খাওয়ান। কিন্তু কয়েক ঘণ্টা পর তার অবস্থা বেগতিক হয়ে পড়ে। তিনি নেতিয়ে যাওয়ার মতো হলে সাপুড়েরা তাকে হাসপাতালে পাঠিয়ে দেন। বেলা ৫টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে ২০টি স্নেকভেনম দেয়া হলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।