স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সকল স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল বেতন স্কেল ও পদমর্যাদার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো চুয়াডাঙ্গায় পালিত হয়েছে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন কর্মসূচি। এসময় চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পরিতোষ কুমার ঘোষের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা স্বাস্থ্য সহকারীরা যোগ দেন।মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন মো. আনিসুজ্জামান, আমিরুল ইসলাম, শামীম উর রহমান, আনিসুর রহমান এবং ফিরোজ আহমেদ।
বক্তারা অভিযোগ করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কর্মসূচি, টিকাদান, স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করাসহ বিভিন্ন সেবামূলক কাজে স্বাস্থ্য সহকারীদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। অথচ সেই স্বাস্থ্য সহকারীরা রয়ে গেছে অন্ধকারে। অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতনস্কেলের শতভাগ দাবি করেন নেতৃবৃন্দ।