অ্যাড. হাফিজের ৮ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আরামপাড়ায় বরফকল থেকে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নেয়ার অপরাধে অ্যাডভোকেট হাফিজ উদ্দিনের ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা মাছের আড়তপট্টি এলাকায় আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তারা দেখতে পান মাছের আড়তপট্টি এলাকার একটি বরফকল থেকে চোরাই লাইনের মাধ্যমে অবৈধভাবে বাসাবাড়িতে বিদ্যুত সংযোগ নিয়ে ব্যবহার করতেন আব্দুল জলিলের ছেলে অ্যাডভোকেট হাফিজ উদ্দীন। বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। আদালত এ বিদ্যুত চুরির অপরাধে হাফিজ উদ্দীনকে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করে দেন। এ সময় উপস্থিত ছিলেন ওজোপাডিকোর নির্বাহী পরিচালক সুবুক্তগীন, সদর থানার এএসআই আতিকুর রহমান প্রমুখ।