চুয়াডাঙ্গায় ফেনসিডিল রাখার দায়ে এক যুবকের ৩ বছর সশ্রমকারাদণ্ডাদেশ

 

 

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গায় ১২ বোতল ফেনসিডিল রাখার দায়ে এক যুবককে ৩ বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। তবেপূর্বের হাজতকাল বাদ যাবে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার স্পেশাল ট্র্যাইব্যুনাল-১’র বিচারক বিপ্লব গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত প্রাপ্ত আসামি হলেনদামুড়হুদা উপজেলার প্রতাবপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে শমসের আলী (২৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৪ আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা র‌্যাব ক্যাম্প-৬’র ডিএডি আফজাল হোসেনের নেতৃত্বে টহলদল দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের গলায়দড়ি ঘাটের নিকট পাকা রাস্তার ওপর থেকে বাইসাইকেল আরোহী শমসের আলীর কাছ থেকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটকের পর র‌্যাবের কাছে শমসের সন্তোষজনক জবাব দিতে পারেনি। ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখার অভিযোগে র‌্যাবের এএসআই আল হেলাল বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১০ সালের ২৫ অক্টোবর দামুড়হুদা থানার এসআই আব্দুল বারেক একমাত্র আসামি শমসের আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৫ বি (১) ধারায় উল্লেখিত সাজা প্রদান করা হয়।