রাবিতে ছাত্রীকে ধর্ষণের অপচেষ্টা :কথিত প্রেমিক হাজতে

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগ নেতা পরিচয়ে প্রেম ও অপহরণ করে শারীরিকসম্পর্ক স্থাপনে বাধ্য করার চেষ্টার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একছাত্রকে পুলিশে দিয়েছে তার প্রেমিকা। মেয়েটিও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।গত রোববার সকালে নগরীর সাহেববাজার থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীশাহিদুজ্জামান সাঈদকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। ওইদিন সন্ধ্যায়ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সাইদুজ্জামান সাঈদ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতবিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দীআবাসিক হলের ১৩১ নম্বর কক্ষে থাকেন এবং হল শাখা ছাত্রলীগের রাজনীতির সাথেজড়িত। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ রামচন্দ্রপুরহাট এলাকায়।