মুজিনগরের রামনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত

 

মুজিবনগর প্রতিনিধি: শিক্ষার গুণগত মানোন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রামনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার আফিলউদ্দীন, সেভ দি চিলড্রেনের সিনিয়র অফিসার নাসিদুল হক। বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার নাসিরউদ্দীন, ইন্সট্রাক্টর আ. মতিন। বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক হারুন অর রশিদ।