বগুড়ায় কলেজ শিক্ষককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

 

 

স্টাফ রিপোর্টার: বগুড়াশহরতলির দোবাড়িয়ায় এলাকায় পলিকুকরুল-উচলবাড়িয়া সড়কে এক কলেজ শিক্ষককেপ্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে দুর্বৃত্তরামাইক্রোবাস দিয়ে পথরোধ করে আজিজুর রহমান মণ্ডল (৪১) নামে এক কলেজ শিক্ষককেছুরিকাঘাতে হত্যা করে। বগুড়ার কাহালু উপজেলার সাকাটিয়া পশ্চিমপাড়া গ্রামেরমৃত নজাবত আলী মণ্ডলের ছেলে আজিজুর রহমান মণ্ডল শহরতলির হাজরাদীঘি স্কুল ওকলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।এ হত্যাকাণ্ডঘটিয়ে ঘাতকরা মাইক্রোবাস নিয়ে দ্রুতগতিতে শহরের দিকে পালিয়ে যায়। পুলিশ লাশউদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠায়। ভিকটিমের ডান পেটে বিদ্ধ একটিবড় ছোরা ও পাশে বল্লম জাতীয় একটি ধারালো অস্ত্র পাওয়া গেছে। প্রিয়শিক্ষকের মৃত্যুর খবর প্রচার হলে সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে শোকেরছায়া নেমে আসে। গ্রামের বাড়িতেও স্বজন ও প্রতিবেশিদের একই অবস্থা। বগুড়া সিনিয়রসহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) নাজির আহমেদ খান জানান, জমিজমা বা অন্যকোনো পূর্বশত্রুতার জের ধরে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে।