পাকিস্তানে রাজনৈতিক দলগুলোকে সুপ্রিমকোর্টের নোটিশ

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে সংসদে প্রতিনিধিত্বশীলদলগুলোকে নোটিশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। সংসদে প্রতিনিধিত্ব নাথাকলেও আন্দোলনের সাথে জড়িত থাকায় পাকিস্তান আওয়ামী তেহরিককেও (পিএটি)নোটিশ দেয়া হয়েছে।রাজধানী ইসলামাবাদে কনস্টিটিউশন অ্যাভিনিউতেপিটিআই ও পিএটির নেতাকর্মীদের অবস্থানের বিরুদ্ধে দায়ের করা কয়েকটিআবেদনের শুনানি চলাকালে গতকাল মঙ্গলবার এ নোটিশ জারি করেন সুপ্রিমকোর্ট। জুলফিকার নাকভি নামের এক ব্যক্তি দেশের চলমান অচলাবস্থার সমাধানে সব দলের প্রতি সমন জারি করতে আদালতের কাছে আবেদন জানান।যেসবদলের প্রতি এই নোটিশ জারি করা হয়েছে সেই দলগুলো হলো- পাকিস্তান পিপলসপার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), মুত্তাহিদাকওমি মুভমেন্ট (এমকিউএম), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি), পাকিস্তানমুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ), পাকিস্তান মুসলিম লিগ-জিয়া (পিএমএল-জেড), বালুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি), আওয়ামী মুসলিম লিগ (এএমএল), অলপাকিস্তান মুসলিম লিগ (এপিএমএল), কওমি ওয়াতন পার্টি (কিউডব্লিউপি), পাখতুনখাওয়া মিলি আওয়ামী পার্টি (পিকেএমএপি), ন্যাশনাল পার্টি (এনপি) ওপিএটি।