দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের সড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

 

কুড়লগাছি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি:দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের সড়কে ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কার্পাসডাঙ্গা বাস-ট্রাক ও মালিক সমিতি, বাজার কমিটি ও পথচারীদের দাবির প্রেক্ষিতে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানাগেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কার্পাসডাঙ্গা ব্রিজমোড় থেকে পুলিশ মার্কেট পর্যন্ত পিচ রাস্তার ওপরে ২৫টিরও বেশি দোকান গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করেছে। কিছু অসাধু ব্যবসায়ী এ দোকানঘর তৈরি করে ভাড়া দিয়ে আসছে দীর্ঘদিন।পিচ রাস্তার ওপরে দোকানঘর হওয়ায় প্রায় ছোট-খাটো দুর্ঘটনা লেগেই থাকে। অবৈধ স্থাপনার জন্য এর আগে দৈনিক মাথাভাঙ্গায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার পর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার কার্পাসডাঙ্গা ভূমি অফিসের কর্মকর্তাকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন। রাস্তার ওপরে দোকানঘর মালিকদের দোকান সরিয়ে নেয়ার জন্য পরপর ২টি নোটিশও জারি করেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ হোসেন,   সিএ ফয়জুল ইসলাম, সার্ভেয়ার গোলাম মোস্তাফা, কার্পাসডাঙ্গা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আ. রশিদসহ দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই তপন কুমার।