স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা টেইপুরের লাবনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতরাতে তার নিকটাত্মীয়স্বজন চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে এ তথ্য জানানোর পাশাপাশি বলেছে, ওর স্বামী টেংরামারীর আশরাফ গতকাল মঙ্গলবার বিকেলে আলুকদিয়ায় মিষ্টি কিনে দাঁড়িয়ে ছিলেন। তিনি তার স্ত্রীকে মোবাইলফোনে আলুকদিয়ায় আসতে বলেন। স্ত্রী লাবনী বাড়ি থেকে বের হন। স্বামী মিষ্টি নিয়ে অপেক্ষায় থাকলেও সেখানে পৌঁছাননি লাবনী। তবে লাবনীকে একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে তানজিলের সাথে যেতে দেখেছে কেউ কেউ। লাবনীকে দীর্ঘ সময় খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত থানা পুলিশকে জানানো হয়।