স্টাফ রিপোর্টার: গ্রাম্য চিকিৎসকের দেয়া কড়া এন্টিবায়োটিকের অভারডোজে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে স্কুলছাত্রী শারমিন (১৩)। গতরাত ১০টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কুলপালা গ্রামের হাবলুর মেয়ে। তৃতীয় শ্রেণির ছাত্রী। জ্বরের চিকিৎসা হিসেবে এন্টিবায়োটিক দেন গ্রামের চিকিৎসক ফারুক। এন্টিবায়োটিক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।