ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ইমরান হোসেন (২২) ও রাসেল রানা (২৩) নামের দু যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, উপজেলার কোমরগাড়া গ্রামের ইব্রাহিম ব্যাপারীর ছেলে ইমরান হোসেন ও হেলাই গ্রামের আব্দুর রশীদের ছেলে রাসেল রানা শহরের নতুন বাজারে বসে গাঁজা সেবন করছিলো। এ সময় ২ পুরিয়া গাঁজাসহ থানা পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক মানোয়ার হোসেন তাদের প্রত্যেককে ৬ মাসের করে কারাদণ্ড প্রদান করেন। তাদের জেলহাজতে সোপর্দ করা হয়েছে।