আলমডাঙ্গা ব্যুরো: পোনামাছ অবমুক্তি কর্মসূচি ২০১৪’র আওতায় আলমডাঙ্গা উপজেলা নির্বাচিত বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গত রোববার ৩১ আগস্ট উপজেলার বণ্ডবিল মরানদীতে ৮০ কেজি, জিকে রাধিকাগঞ্জ বিলে ৮০ কেজি, ভিটিআই পুকুরে ৪০ কেজি, কেশবপুর আদর্শ মৎসজীবী সমিতির জলকরে ৪০ কেজি, উদয়পুর বালিকা এতিমখানা পুকুরে ৪০ কেজি, ঘোষবিলা জামে মসজিদ পুকুরে ২ কেজি, মধুপুর আশ্রয় প্রকল্পের পুকুরে ৮০ কেজি ও মাথাভাঙ্গা নদীতে ১১৫ কেজি পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের উপস্থিতিতে পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন,মৎস্য অফিসার মইনুল ইসলাম,মৎস্য অফিসার শহিদুল ইসলাম,উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুস সাত্তার,পিআইও মিজানুর রহমান,হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা, মৎস্য অফিস সহকারী মুহিদ হোসেন,আওয়ামী লীগ নেতা আশলাম উদ্দিন বিষু।এছাড়া কুমারী ভিটিআই পুকুরে মাছ অবমুক্তের সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ অরবিন্দ শেখর দে। এর মধ্যে ৪টি জলাশয়ে আজ পোনা অবমুক্ত করা হবে। ৮টি জলাশয়ে সর্বমোট প্রায় ৫শ’কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।