টিপ্পনী:

খবর: (ঝিনাইদহে দেড় কোটি টাকা হাতিয়ে এহসান সোসাইটি লাপাত্তা)

এদিক ওদিক যাইতাছিলা
মন খুলে গান গাইতাছিলা
পেট ফুলিয়ে খাইতাছিলা
নগদ নগদ পাইতাছিলা।

অসৎ পথে হাঁটতাছিলা
লোকের দলিল ঘাটতাছিলা
পরের পকেট কাটতাছিলা
সুযোগ বুঝে বাটতাছিলা।

মজায় মজায় হাসতাছিলা
খুশির খেয়ায় ভাসতাছিলা
মাঝে মাঝে আসতাছিলা
বেশতো ভালোবাসতাছিলা

এখন কেন পাত্তা নাই;
বাড়া ভাতে দিলে ছাই।

-আহাদ আলী মোল্লা