কলোরাডোতে বিমান বিধ্বস্তে নিহত ৫

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি বিমানবন্দরে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।গত রোববার স্থানীয় সময় দুপুরের একটু আগে ডেনভার থেকে ২৫ মাইল উত্তরপশ্চিমের ইরি মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।বিমানবন্দরেররানওয়ের পাশের মাঠে এক ইঞ্জিন বিশিষ্ট পিপার পিএ-৪৬ বিমানটি বিধ্বস্ত হয়েএর পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের মুখপাত্র পিটার ক্নুডসন জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া পরিষ্কার ছিলো।তিনি বলেন, এটি নামার সময় নাকি ওঠার সময় দুর্ঘটনায় পড়েছে তা আমরা জানি না।বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন তিনি।মাউন্টভিউ ফায়ার রেসক্যুর সহকারী অগ্নিনির্বাপন প্রধান রজার রেডমাখারজানিয়েছেন, ঘটনাস্থলে যাওয়ার পর উদ্ধারকারীরা ছয় আসনের ওই বিমানটিরধ্বংসাবশেষ থেকে দু জনের মৃতদেহ উদ্ধার করে।মারাত্মক আহত আরো দুজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহত অপর আরোহীর বিষয়ে কিছু জানা যায়নি।