দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলমকে দৌলতপুর থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এক সেনা সদস্যকে শারীরিক নির্যাতন করার অভিযোগের প্রেক্ষিতে ওসির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ।
জানাযায়, গত শুক্রবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দৌলতপুর উপজেলার গড়বাড়িয়া গ্রামের ফড়ুবিশ্বাসের ছেলে মোস্তাকিন হোসেনকে (২৫) ওসি (তদন্ত) রাশেদুল আলম দৌলতপুর হাসপাতাল সড়কে সাইড না দেবার অপরাধে বেধড়ক মারপিট করে। মোস্তাকিন নিজেকে সেনা সদস্য পরিচয় দিলেও তাকে থানায় ধরে নিয়ে নিজের অফিসকক্ষে নিয়ে উপর্যুপরি পিটিয়ে আটক করে রাখে। এক পর্যায়ে মোস্তাকিন জ্ঞান হারিয়ে ফেললে তার চাচা মতিউর রহমানকে ডেকে মুচলেকা নিয়ে মোস্তাকিনকে ছেড়ে দেয়। বর্তমানে সে যশোর সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেনা সদস্য মোস্তাকিন বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, বিষয়টি জানার পর ওসি (তদন্ত) রাশেদুল আলমকে দৌলতপুর থানা থেকে শনিবার রাতে প্রত্যাহার করে নেয়া হয়েছে।