স্টাফ রিপোর্টার:দশমজাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ সোমবার বিকাল ৫টায় শুরু হচ্ছে। গত ১১ আগস্টরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্তক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।এরই মধ্যে অধিবেশনের সকল প্রস্তুতিসম্পন্ন হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। সোমবার বিকেলে চারটায়অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় তৃতীয় অধিবেশনের কার্যক্রম ওমেয়াদ চূড়ান্ত করা হবে। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসভায় সভাপতিত্ব করবেন। আসন্ন অধিবেশনে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদেরহাতে ফিরিয়ে দেয়ার বিধান সম্বলিত সংবিধানের ১৬তম সংশোধনী বিল উত্থাপনেরসম্ভাবনা রয়েছে। এরই মধ্যে মন্ত্রিসভায় এ বিলটির খসড়ায় অনুমোদন দেয়াহয়েছে।সংসদের আসন্ন অধিবেশনে কয়েকটি বিল উত্থাপনের কথা রয়েছে। সংসদসচিবালয় থেকে জানানো হয়েছে সংসদের তৃতীয় অধিবেশনের জন্য রোববার পর্যন্তদুটি নতুন বিল জমা হয়েছে। সংসদ সচিবালয়ের আইন শাখায় পুরানো আটটি বিল জমারয়েছে। নতুন দুটি বিল হচ্ছে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুত গবেষণা বিল ২০১৪ ওবাংলাদেশ পারমানবিক শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০১৪।
সংসদের অধিবেশন বসছেআজ
