দৌলতপুর হিসাবরক্ষণ অফিসে অনিয়ম ও দুর্নীতি

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ঘুষ ছাড়া এ অফিসে কোনো কাজ হয়না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর নিয়মিত অফিসে আসেননা বলে জানা গেছে।

জানাযায়, দৌলতপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সিনিয়র নার্স সায়েদা খাতুনের পেনশন নিতে হিসাবরক্ষণ অফিসে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। একইভাবে দৌলতপুর এলজিইডি অফিসের সিও মৃত আব্দুস সালামের পেনশন বাবদ ১০ হাজার টাকা এবং একই অফিসের পিয়ন মৃত কোহিনুর খাতুনের পেনশন বাবদ ৩০ হাজার টাকা নিয়েছে হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া সম্প্রতি সরকারি হওয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণ ৬০ হাজার টাকা বিনিময়ে করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের এফডব্লিউএ রেহেনা খাতুনের উন্নীত স্কেলের বেতন দীর্ঘ ১০/১১ বছর পর অনিয়মিতভাবে প্রশাসনিক অনুমোদন ব্যতীত ৫০ হাজার টাকার বিনিময়ে বাজেট বরাদ্দ ছাড়াই পরিশোধ করা হয়েছে। অথচ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সর্বোচ্চ ১ বছরের বকেয়া বেতন প্রদান করতে পারে। এছাড়া দৌলতপুর হাসপাতালের এনএসআর এর বিল সমূহসহ বিভিন্ন বিল ১০% কমিশন নিয়ে তা অনুমোদন করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কাশেম জানান, অডিটর সাহেব ভালো বলতে পারবেন।