স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইয়াহিয়ার পা-চাটা কুকুর এখনো বাংলাদেশে আছে। তাদের দোসররা এখনো সক্রিয়।তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত খুনিদেরআশ্রয় দিয়ে জিয়াউর রহমান এ দেশে খুনিদের রাজত্ব কায়েম করেছিলেন। এ কাজেতাকে সহযোগিতা করেছেন শমসের মবিন চৌধুরী। জিয়ার পর এরশাদও খুনিদেরপুনর্বাসন করেছেন।প্রধানমন্ত্রীর লেনে, জিয়াউর রহমান খুনি আর পরাজিত শক্তিকে পুনর্বাসিত করে জিয়া এদেশে খুনিদের রাজত্ব কায়েম করেছিলো।প্রধানমন্ত্রী বলেন, গত আড়াই হাজার বছরের ইতিহাসে বিশ্বের সেরা ভাষণগুলোনিয়ে যুক্তরাজ্য থেকে একটি সংকলন বের হয়েছে। ওই সংকলনের মধ্যে বঙ্গবন্ধুরসাতই মার্চের ভাষণ রয়েছে। বইটি আমার কাছে আছে।ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামানের সভাপতিত্বে ছাত্রসমাবেশে আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রীওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, সংসদ সদস্যতারানা হালিম প্রমুখ।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সম্পদের নেশায় যারারাজনীতি করে, তারা কখনো ওপরে উঠতে পারে না। ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতিকরতে হবে।প্রধানমন্ত্রী বলেন, গত আড়াই হাজার বছরের ইতিহাসে বিশ্বের সেরাভাষণগুলো নিয়ে যুক্তরাজ্য থেকে একটি সংকলন বের হয়েছে। ওই সংকলনের মধ্যেবঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ রয়েছে। বইটি আমার কাছে আছে। কিন্তু ৭৫ সালেরপর জিয়া এ ভাষণ কোথাও প্রচার করতে দেননি।ছাত্র সমাবেশে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ নয়, ছাত্রলীগের নামে কিছু পরগাছার জন্য আমাদের নেত্রীর সোনালি অর্জন বৃথা যেতেদেয়া হবে না।বিএনপির সাথে এই মুহূর্তে সংলাপের কোনো পরিবেশ নেই বলেওমন্তব্য করেন তিনি।সমাবেশে সারাদেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে ছাত্রলীগেরবিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন। সমাবেশের পরিধি সোহরাওয়ার্দীউদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত ও আশপাশের এলাকাপর্যন্ত ছড়িয়ে পড়ে।