টিপ্পনী

 

খবর:(আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজমোড়ে গণহারে চাঁদা দাবি)

 

চাঁদা খায় দাদা বাবু

ঘরে শুয়ে-বসিয়া,

আল্লাদে আটখানা

হাসি পড়ে খসিয়া।

 

পকেটের ভাব বুঝে

টাকা নেয় তুলিয়া,

তাই তো গো দিনদিন

পেট যায় ফুলিয়া।

 

আইনের লোকগুলো

গেলো কোথা হটিয়া,

নাকি ওরা মাল নিয়ে

গেছে সব পটিয়া?

 

-আহাদ আলী মোল্লা