ঝিনাইদহে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে র‌্যাব।গতকাল রোববার সকাল ১১টার দিকে শহরের বিসিক মাঠে সড়কের ওপর মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ৭ কোটি টাকা।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, ২০০৯ ও ২০১০ সালে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উদ্ধারকৃত মাদকদ্রব্য রোলার দিয়ে পিস্ট করে ও আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে প্রায় ৩ হাজার বোতল ফেনসিডিল, সাড়ে ৫ কেজি হেরোইন, ৩৬ লিটার বাংলা মদ, সাড়ে ১০ কেজি গাজা, দেড় কেজি আফিম ও ২ লিটার ক্লোরোফম। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি টাকা। মাদকদ্রব্য ধ্বংসের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসন, সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও র‌্যাব-৬’র সহকারী কমান্ডার গোলাম রাব্বানীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।