স্টাফ রিপোর্টার: ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে১০ জন প্রার্থী গতকাল রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেনফুলগাজী উপজেলার নিহত চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি জেলা তাঁতিদলের আহ্বায়ক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী।মিনার চৌধুরী বর্তমানে একরাম হত্যা মামলায় কারাগারে রয়েছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে তিনি এ উপনির্বাচনে অংশ নেবেন।হত্যা মামলার প্রধান আসামি হিসেবে কারাগারে থাকা সত্ত্বেও মিনার চৌধুরীনির্বাচনে অংশ নিতে পারবেন কি-না- এমন প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় অন্য কোনো গলদ পাওয়া না গেলে মিনার চৌধুরীনির্বাচনে অংশ নিতে পারবেন।