আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজে বহিরাগতদের হামলায় ৬ কলেজছাত্র আহত: টান টান উত্তেজনা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজেছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে বিরোধের জের ধরে বহিরাগতদের হামলায় ৬ কলেজ ছাত্র আহত হয়েছে। এ নিয়ে রোয়াকুলি গ্রামের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গতকাল রোববার বেলা ১২টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থী রোয়াকুলি গ্রামের বহিরাগত ছাত্রদের মাঝে সংঘর্ষ হয়। বহিরাগতদের হামলায় কলেজের ৬ ছাত্র আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বহিরাগতদের হামলার স্বীকার কলেজছাত্র রিপন, চঞ্চল, রেজা, সুজন, রাজু, সাব্বির অভিযোগ করে জানায়, রোয়াকুলি গ্রামের কয়েকজন বহিরাগত ছাত্র কলেজের মধ্যে ঢুকে প্রায় ছাত্রীদের উত্ত্যক্ত করে। গতকাল কলেজে ঢুকে জোরে জোরে মোবাইলফোনে গান বাজিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। জাফর স্যার তাদের নিষেধ করলে তারা স্যারের ওপর ফুঁসে ওঠে। এ সময় কয়েকজন ছাত্র প্রতিবাদ করলে রোয়াকুলি গ্রামের বহিরাগত সুজন, আলামিন, রাজু, শাকিল, ফিরোজ, জুয়েল, রাজাবুল,আসাদুল, দৌলত, লিকু, তৌফিক, বাচ্চু ও আসিফ সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায়। সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজের শিক্ষকেরা অফিসরুমে তালা লাগিয়ে বসে থাকেন। কলেজে বহিরাগদের হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুন্সিগঞ্জ বাজারে ছাত্ররা বিক্ষোভ করতে থাকে। উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজারেও। উত্তেজিত ছাত্ররা রোয়াকুলি গ্রামের একটি দোকান ভাঙচুর করে। এ সময় জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হেলাল উদ্দিন, কুতুম মিয়া, শাহার আলীসহ যুবলীগের নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ উপস্থিত হয়। অপরদিকে কলেজ ছাত্রদের পাল্টা হামলায় রোয়াকুলি গ্রামের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ রোয়াকুলি গ্রামে অবস্থিত হওয়ায় রোয়াকুলি গ্রামের যুবক ছেলেরা প্রায় কলেজে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে মারধোর করে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে বলে জানায়।