লিসোথোতে সেনাঅভুত্থান :পালালেন প্রধানমন্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ লিসোথোতে সেনাবাহিনীঅভ্যুত্থান ঘটিয়েছে জানিয়ে প্রাণ বাঁচাতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছেনদেশটির প্রধানমন্ত্রী থমাস থাবানে।

গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে তিনি বলেন, জীবন হুমকির মুখে পড়ায়সকালে আমি দেশ ছেড়েছি। হত্যার ষড়যন্ত্র বন্ধ হলেই দেশে ফিরে যাবো।সেনাসদস্যরা পুলিশ সদর দপ্তরের দখল নেয় এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বলে কূটনীতিকরা জানান।দেশটির দু বছর বয়সী কোয়ালিশন সরকারে বিরোধের জের ধরে জুনে প্রধানমন্ত্রী থাবানে পার্লামেন্ট ভেঙে দিলে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে বরখাস্ত করার পরপরই অস্ত্রসজ্জিত সেনাসদস্যরা সেনাছাউনি ছেড়ে বের হয়ে আসে।ভারী অস্ত্রে সজ্জিত সেনারা স্টেটহাউস ঘেরাও করে রেখেছে এবং প্রধানমন্ত্রীর প্রতি অনুগত পুলিশ বাহিনীর সদরদপ্তর দখল করে নিয়েছে।কূটনীতিকরা জানিয়েছেন, সেনাবাহিনী অধিকাংশইদেশটির উপপ্রধানমন্ত্রী মোথেটজোয়া মেস্টিং এর অনুগত। অল বাসোথো কনভেনশনপার্টির নেতা মেস্টিং থাবানেকে সরিয়ে নতুন কোয়ালিশন সরকার গড়ার প্রতিশ্রুতিদিয়েছেন।