বিয়েতে বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না

স্টাফ রিপোর্টার: চলতি বছরেই ১৯২৯ সালের বিয়েসংক্রান্ত আইনটি বাতিল করে সরকার একটিশক্তিশালী নতুন আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়কপ্রতিমন্ত্রী মেহের আফরোজ। তিনি বলেন, নতুন আইনে বিয়েতে বয়স প্রমাণেরক্ষেত্রে এফিডেভিট বা নোটারি পাবলিকের সনদ গ্রহণযোগ্য হবে না। আইন না মানলেশাস্তির পরিমাণও বাড়ানো হবে।১৮ বছরের আগে বধূ নয়- শিশুবিবাহ বন্ধে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদীপরিকল্পনা প্রণয়নশীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।