বিশ্বের সবচেয়ে দীর্ঘকায়ব্যক্তি লিওনিড আর নেই

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি লিওনিড স্ট্যাডনিকআর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণকরেছেন। গিনেস কর্তৃপক্ষের ধারণা, জীবিতদের মধ্যে ৮ ফুট ৪ ইঞ্চি উচ্চতানিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি ছিলেন ইউক্রেনের লিওনিড স্ট্যাডনিক।কিন্তুবেশ লাজুক স্বভাবের লিওনিড কখনও প্রচারের আলোয় আসতে চাননি। তাইগিনেস কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসারে নিজের উচ্চতাটাও মাপতে রাজিহননি। বেশ কিছুদিন আগে লিওনিড বলেছিলেন, ঈশ্বরের কাছ থেকে পাওয়া এ উচ্চতাকেঅভিশাপ হিসেবেই মনে করেন এবং সে কারণে তিনি গিনেস বুকে তিনি তার নামলিখিয়ে খ্যাতি অর্জন করতে চাননি। ইংল্যান্ডের ফুটবলার  পিটার ক্রাউচের চেয়ে ২১ ইঞ্চি লম্বা ছিলেন তিনি।ইউক্রেনের পোডোলিয়্যানস্টি গ্রামের ক্ষেতমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেনলিওনিড।  লিওনিডের এ ইচ্ছার কারণে গিনেস কর্তৃপক্ষ ৭ ফুট ৯ ইঞ্চি উচ্চতারজি শিনকে খেতাবটি দেয়। ১২ বছর বয়সে মস্তিষ্কে একটি টিউমার হওয়ার পরলিওনিডের শরীরে বৃদ্ধিজনিত হরমোন নিঃসরিত হতে থাকে এবং তার উচ্চতা বাড়তেথাকে।