দামুড়হুদার দুধপাতিলা বিলে মাছের পোনা অবমুক্তকালে এমপি আলী আজগার টগর

 

আমিষের ঘাটতি পূরণে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই

দামুড়হুদা প্রতিনিধি: বিশ্ব এগিয়ে চলেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে নানামূখি উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে। আর একটি দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পূর্বশর্তই হচ্ছে মেধাসম্পন্ন জাতি গড়ে তোলা। দেশের জনসংখ্যার আনুপাতিকহারে বর্তমানে যে পরিমাণ আমিষের প্রয়োজন তা ওই সনাতন পদ্ধতিতে মাছচাষ করে মেটানো সম্ভব নয়। তাই দেশে আমিষের ঘাটতি পূরনের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক পদ্ধতিতে মাছচাষ বিকল্প নেই। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়দুধপাতিলা বিলে মাছের পোনা অবমুক্ত করাকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাছের পোনা অবমুক্তকরণকালীন উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, জেলা মৎস্য অফিসার মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামিমুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আয়ুব আলী স্বপন, মাছের পোনা সরবরাহকারী ঠিকাদার ইমতিয়াজ হোসেন, বিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী, যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব, আব্দুস সালাম ভূট্টু, ফয়সাল মেহমুদ, আশাদুল ইসলাম, রকিবুল ইসলাম প্রমুখ।