শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৮ কেজি সোনাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টার: হযরতশাহজালাল বিমানবন্দরে ৮ কেজি ৪০০ গ্রাম ওজনের ৭২টি সোনার বার উদ্ধার করাহয়েছে। গতকাল শুক্রবার সকালে তল্লাশি চালিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরেরকর্মকর্তারা এ সোনা উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজিমুদ্দিন (৩২) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক আজিমুদ্দিনের বাড়ি ফেনী জেলায়।শুল্কগোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, শুক্রবার বেলা ১০টা ৪০মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট দুবাই এয়ারওয়েজের এফজেড ৫৮৩ ঢাকায় আসেনওই ব্যক্তি। পরে তাকে তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।শুল্কগোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক শিকদার মজিবর রহমান জানান, সকাল সাড়ে১০টার ফ্লাইট দুবাই এয়ারলাইনসের বিমান শাহজালালে অবতরণ করে। এ সময়বিমানযাত্রী আজিম উদ্দিনকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে ৭২টি সোনার বারআটক করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ১৯ লাখ টাকা। উল্লেখ্য বাজেটেসোনা আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করার পরেও চোরাচালান থামছে না। প্রতিদিনইঢাকা অথবা চট্টগ্রামে বড় ধরনের সোনার চোরাচালান ধরা পড়ছে।