মেহেরপুর অফিস: আগামী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে জেলা যুবলীগের সাবেক সভাপতি টনিক বিশ্বাসের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে গণসংযোগ করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণসংযোগ শেষে এক পথসভায় সভাপতিত্ব করেন বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মতিন, জেলা জজ আদালতের সাবেক জিপি অ্যাড. মখলেছুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, সহসভাপতি আব্দুল মান্নান, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলী, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খাঁ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।