জীবননগর ও গয়েশপুরে ভারতীয় মদ ও চশমা উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ফাঁড়ি ও গয়েশপুর বিওপির জওয়ানরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও চশমা উদ্ধার করেছেন। গতকাল শুক্রবার গয়েশপুর বিজিবি হেলেঞ্চা মাঠে ও বৃহস্পতিবার জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি মাগুরায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাসিরউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গয়েশপুর হেলেঞ্চা মাঠে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।এছাড়াও জীবননগর সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরার শালিখা থানার আড়পাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৫শ পিস ভারতীয় মূল্যবান চশমা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে বিজিবিসূত্রে জানানো হয়েছে।